১। এই বিধিমালা ১৯৭৬ সালের গ্রাম আদালত বিধিমালা নামে অভিহিত হইবে ।
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে এই বিধিমালায়-
ক.”করমত” অর্থ এই বিধিমালায় সংযোজিত কোন ফরম;
খ.”অর্ধদেশ” অর্থ ১৯৭৬ সালের গ্রাম আদালত অধ্যাদেশ
গ.”ধারা” অর্থ এই অধ্যাদেশের কোন ধারা।
৩।(১)৪ধারার উপধারা মোতাবেক আবেদন লিখিত ভাবে দলিল করিতে হইবে আবেদন কারী কর্তৃক স্বাক্ষরিত হইতে হইবে এবং উহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকটপেশ করতে হইবে।
(২) (১)উপ বিধিতে বর্নিত আবেদন নিম্নলিখিত বিবরন থাকিতে হইবে ।
যথা:-যে ইউনিয়ন পরিসদে আবেদন করা হইয়াছে উহার নাম,আবেদনকারীর নাম,ঠিকানা পরিচয়,প্রতিবাদীর ঠিকানা পরিচয়,সংক্ষিপ্তবিবারনাদিসহঅভিযোগ বা দাবীর প্রকৃতি ও মূল্যায়ন এবং প্রার্থিত প্রতিকার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস